মঙ্গলবার ১৮ দলেরও হরতাল : ১০ এপ্রিল সমাবেশ

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও খুলনাসহ সারাদেশে গণহত্যার প্রতিবাদ, আটক নেতাকর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যলয়ে ১৮ দলীয় জোটের বৈঠক চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, একই দাবিতে আগামী ১০ই এপ্রিল বুধবার ঢাকায় জনসমাবেশ করবে ১৮ দল। ওই সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, আবদুল লতিফ জনি প্রমুখ।
এর আগে খালেদা জিয়ার সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীসহ ১৮ দলের নেতারা।
এছাড়া বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।