কার্যালয়ের দেয়ালে গুলির আঘাতের ছাপ এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি। দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো কিছু বুঝে উঠার আগেই দুবৃত্তরা সটকে পড়ে। এখন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার কার্যালয়ে অবস্থান করছেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনাকে জাতির জন্য বিপদ সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে তাৎক্ষণিক ব্রিফিংয়ে তিনি বলেন, কূটনৈতিক এলাকার মধ্যে এসে এমন গুলিবর্ষণের ঘটনা সংঘটিত করা প্রমাণ করে, দেশে আইন শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে। কারা এমনটি ঘটিয়ে থাকতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এই সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
‘সন্ত্রাসীদের চিহ্নিত করা সরকারের দায়িত্ব। সরকারকেই এই হামলাকারীদের খুঁজে বের করতে হবে’ বলেন ফখরুল।