ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস কুলাউড়ায় লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার: ঢাকা-থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস কুলাউড়ায় লাইনচ্যুত হয়েছে। এতে রেলওয়ে পুলিশসহ কমপে ২০ আহত হয়েছে।
জানা যায়, রেল লাইনের বেইস প্লেট খুলে ফেলায় কুলাউড়া উপজেলার বরমচাল ও ছকাপন এলাকায় ভোর সাড়ে ৪চার দিকে উপবন এক্সপ্রেসটির ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে কমপে ২০ জন আহত হয়েছেন। বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সিলেট রেল স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, হরতাল সমর্থকরা সোমবার রাতের কোনো এক সময় রেল লাইনের বেইস প্লেট খুলে ফেলে। মঙ্গলবার ভোরে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়।
লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে আবার রেল যোগাযোগ স্বাভাবিক করতে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান স্টেশন ম্যানেজার।
উপবনের আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে সিলেট থেকে একটি বিশেষ ট্রেন সকাল পৌনে ৭ টার দিকে কুলাউড়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলেও জানান তিনি।