পিকেটিং আর খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে সিলেটে হরতাল পালিত হচ্ছে

স্টাফ রিপোর্টার : বিপ্তি পিকেটিং,খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের আজ ২ দিন চলছে। হরতাল চলাকালে তেমন কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি। বিএনপি নেতা-কর্মীরা সকালে বিচ্ছিন্নভাবে হরতালের সমর্থনের নগরীতে মিছিল বের করেছেন।
জিন্দাবাজার এলাকায় ছাত্রদল মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ স্থান ত্যাগ করলে তারা আবারও মিছিল করে হরতালের সমর্থনে। সকাল ৬ টায় নগরীর দর্শন দেউড়িতে টায়ার জ্বালিয়ে বিােভ করে হরতাল সমর্থনকারীরা। সকাল পৌনে ৮ টায় মিরাবাজারে পিকেটিং করেছেন ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় মহানগর বিএনপির সভাপতি এম এ হকের নেতৃত্বে কোর্ট পয়েন্ট থেকে একটি মিছিল বের করে স্থানীয় বিএনপি। সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছে না। হরতালে নাশকতা এড়াতে নগরজুড়ে জোরদার করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। র্যাব- পুলিশের সাথে মোতায়েন রয়েছে বিজিবি সদস্য। সিলেট থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোন বাস। কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্রগ্রামের সাথে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। হরতালের কারণে নগরীর বেশিরভাগ রাস্তাই অনেকটা ফাঁকা এবং দোকানপাটও বন্ধ রয়েছে।