কুলাউড়ার জামায়াত-শিবিরের তিন কর্মীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ, ২০১৩ ১২:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৩২ বার পঠিত
কুলাউড়া সংবাদদাতা : রেল লাইনের স্লিপার তুলে ফেলা ও নাশকতা সৃষ্টির অভিযোগে কুলাউড়া থেকে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন-আবুল কাশেম আজাদ, রেদওয়ানুল হক, আব্দুস সোবহান, আলমগীর হোসেন ও আব্দুল মোকলেছ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে কুলাউড়ার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। মৌলভীবাজারের বরমচাল ও কুলাউড়ার মধ্যবর্তী স্থানে রেল লাইনের প্রায় বিশ ফুট জায়গার স্লিপার তুলে নেয়ায় দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস। এই নাশকতার দায়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ।