বুধবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

ডেস্ক রিপোর্ট: বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে জামায়াত ইসলামী বাংলাদেশ। সিলেট মহানগর জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতারের প্রতিবাদে তারা সিলেট বিভাগে হরতাল পালন করবেন ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবারের হরতালের সমর্থনে মঙ্গলবার নগরীতে মিছিল-সমাবেশ হয়েছে দলের উদ্যোগে। মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ডা: সায়েফ আহমদ সহ জামায়াত নেতা এডভোকেট জিয়া উদ্দিন নাদের, মোঃ শাহজাহান আলী, এডভোকেট আব্দুর রব, আব্দুল্লাহ আল মুনিম, মহানগর ছাত্রশিবির সেক্রেটারী আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার সিলেটের মানুষের প্রাণপ্রিয় নেতা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতনের পাঁয়তারা করছে। জামায়াতের কেন্দ্রীয় নেতা মু. সেলিম উদ্দীনকে রিমান্ডের নামে অকথ্য নির্যাতন তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। মুমুর্ষূঅবস্থায় তাকে আবারও রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে। তরা বলেন, জননেতা জুবায়েরকে রিমান্ডের নামে নির্যাতন সিলেটবাসী মেনে নিবে না। অত্যাচারের ফলে এডভোকেট জুবায়ের ও সেলিম উদ্দীনের যদি কিছু হয় এর দায় সরকারকেই নিতে হবে। অবিলম্বে জামায়াত নেতাদের মুক্তি দাবি করে তারা বলেন, অন্যথায় জুবায়ের সহ নেতৃবৃন্দের মুক্তির দাবীতে সিলেটে হরতাল অবরোধ সহ লাগাতার কঠোর কর্মসূচী চলবে। তারা জননেতা এডভোকেট জুবায়ের-এর মুক্তির দাবীতে জামায়াত আহুত বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান।