কমলগঞ্জের মাদক সম্রাজ্ঞী লতি মাদকসহ ফের গ্রেফতার
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের মাদক সম্রাজ্ঞী লতিকে মাদকসহ নিজ বাসা থেকে ফের গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ এ অভিযান চালায়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি মামলায় হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মাদক সম্রাজ্ঞী লুৎফা বেগম ওরফে লতিকে শমশেরনগর রেলওয়ে কলোনীর ভাড়া বাসা থেকে ৬ বোতল কোরেক্সসহ হাতেনাতে গ্রেফতার করে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, মাদক সম্রাজ্ঞী লতি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে। অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে (নং-০৮)। মামলার তদনত্মকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই আনজির হোসেন জানান, মাদক সম্রাজ্ঞী লতিকে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, মাদক সম্রাজ্ঞী লতি বেগমের বাসা থেকে ২০১১ সালের ২ সেপ্টেম্বর ৭৪ বোতল ভারতীয় মাদক আটক করে ফাঁড়ি পুলিশ। সে সময় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে লতি বেগম আদালতে জামিন নিতে গেলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। ৫ মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়ে সে আবার মাদক ব্যবসা শুরম্ন করে। মাদক সম্রাজ্ঞী লতি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বসিত্মর আভাস লড়্গ্য করা গেছে।