রাজনগরে ধর্ষণের শিকার তরম্নণী : অনত্ম:স্বত্তা ভাবী আহত
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে দুই পাষ- ষোল বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে। এ সময় তার আর্তচিৎকারে কিশোরীটির ভাবী বের হওয়ায় ধর্ষকদ্বয়ের ইটের আঘাতে মারাত্মক আহত হয়েছেন ৮ মাসের অনত্ম:স্বত্তা ভাবী। ধর্ষিতার বাড়ি উপজেলার উত্তরভাগ ইউপির নিজগাও গ্রামে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী জানায়, একই গ্রামের এরশাদ আলী (২৫) ও আক্তার মিয়া (২২) বেশ কিছুদিন ধরে তাকে কুপ্রসত্মাব দিয়ে আসছিল। মঙ্গলবার বিকেলের দিকে বাড়ির লোকজন না থাকার সুযোগে ওই দুই পাষ- ঘরে প্রবেশ করে তার মুখে কাপড় গুজে পাশবিক নির্ষাতন চালিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। পাষ-রা বেরিয়ে যাওয়ার সময় কিশোরী চিৎকার দিলে পাশের ঘরে থাকা ৮ মাসের অনত্ম:স্বত্তা ভাবী বেরিয়ে এলে তাকে ঝাপিয়ে ধরে ইটের আঘাতে তার মাথা ও মুখ থেতলিয়ে দেয়। মারাত্মক আহত কিশোরী ও তার ভাবী সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় রাজনগর থানায় হাসপাতাল থেকে প্রেরিত সংবাদের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়। স্থানীয় ইউপি সদস্য সুফিয়া আক্তার ধর্ষণ ও পাশবিক নির্যাতনের সত্যতা স্বীকার করেন। রাজনগর থানার এসআই রতন দেবনাথ ঘটনা ও মামলা রেকর্ডের সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।