খালেদাকে সংলাপের প্রস্তাব দিতে হবে: অর্থমন্ত্রী

সরকার সংলাপের প্রস্তাব দিলে বিরোধীরা তা প্রত্যাখ্যান করে। তাই খালেদা জিয়াকে সংলাপের প্রস্তাব দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সংলাপ প্রয়োজন। সরকার সংলাপের জন্য প্রস্তুত। তবে এ নিয়ে আলোচনা হতে পারে।
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজ মাঠে ছাত্র-গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সমাবেশে অর্থমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে ইস্যু করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হয়েছে। নতুন প্রজন্ম এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সেই অপচেষ্টা রুখে দিয়েছে। বর্তমান সরকারকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জনগণ ক্ষমতা দিয়েছে। সরকার যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছে, সেই বিচার চলবে।
স্থানীয় সাংসদ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মহিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক। সমাবেশে সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, পুলিশ সুপার নুরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী পরে ছাতকের নিটল-নিলয় গ্রুপের নিটল কার্টিজ পেপার মিল উদ্বোধন, সুরমা নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন এবং স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।