দেশে চা উৎপাদনে রেকর্ড

শ্রীমঙ্গল সংবাদদাতা : চা উৎপাদনে দেশে নতুন রেকর্ড হয়েছে। গত মৌসুমে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়েছে। গত মৌসুমের শুরু থেকে অনুকূল পরিবেশের কারণে চায়ের উৎপাদন ল্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হয়েছে ৬ কোটি ৪০ লাখ কেজি। যা বহুল আলোচিত ২০০৫ সালের রেকর্ড উৎপাদনকেও ছাড়িয়ে গেছে। শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক মোঃ হারুন অর রশিদ সরকার গতকাল জানান, গত চা উৎপাদন মৌসুমে দেশে ৬ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। যা দেশের চা উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে ২০০৫ সালে দেশে সর্বোচ্চ ৫ কোটি ৯৬ লাখ ১০ হাজার কেজি চা উৎপাদিত হয়েছিল। চা শিল্পের ইতিহাসে ৬ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের মাধ্যমে চা শিল্পের দেড়শ’ বছরের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হলো। সূত্র জানায়, গত মৌসুমে দেশে চায়ের উৎপাদন ল্যমাত্রা ধরা হয়েছিল ৬ কোটি কেজি। তবে অনুকূল আবহাওয়া ও পরিবেশ, নতুন চা এলাকা সম্প্রসারণ, কোন চা গাছের ব্যবহার বৃদ্ধি এবং চা বোর্ডের নজরদারির ফলে এবার রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে।