ইতালির মিলানে সাংবাদিকদের বাংলা প্রেসক্লাব গঠন

নাজমুল হুসেন,মিলান: ইতালির মিলানে ইউরোপের বিভিন্ন টিভি চ্যানেলে ও দেশ বিদেশের পত্রিকায় কর্মরত সাংবাদিক দের মতবিনিময় সভা অনুষ্টিত হয়.১৭ মার্চ রবিবার বিকাল ৪ টায় স্তানীয় গান্ধী রেস্টুরেন্টে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন প্রবীন লেখক কবির উদ্দিন আহমেদ। সভায় স্বাগত বক্তৈব্য রাখেন সাংবাদিক কাওসার হাওলাদার । দীর্ঘ আলোচনার পর উপস্তিত সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে মিলানে সাংবাদিকদের একটি সংঘটন গঠন করার জন্য মত দেন এবং সংঘটনের একটি নামকরণ করেন বাংলা প্রেসক্লাব,মিলান লোম্বার্দিয়া ইতালি। এই বাংলা প্রেসক্লাব পরিচালনার জন্য সকলের সর্বসম্মতি ক্রমে প্রবীন লেখক কবির উদ্দিন আহমেদ কে আহবায়ক,স্বদেশ বিদেশ পত্রিকার প্রতিনিধি কাওসার হাওলাদার কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়.কমিটির অন্যরা হলেন-যুগ্ম আহবায়ক চ্যানেল আই প্রতিনিধি নাজমুল আহসান শামিমও এটিএন বাংলা প্রতিনিধি এ কে রুহুল শাহাদাত। সদস্যরা হলেন,বাংলা টিভি প্রতিনিধি পারভেজ আহমেদ পাপ্পু,এনটিভি প্রতিনিধি নাজমুল হুসেন ও আরটিভি প্রতিনিধি ফেরদোসী আক্তার পলি। সভায় আলোচনা করেন ও উপস্তিত ছিলেন মাসিক নিউজ ভিউজ এর আর্ট ডিরেক্টর শফিকুল কবির চন্দন,লেখক রফিকুল ইসলাম জামান,লেখক তুহিন মাহমুদ,লেখক সাখাওয়াত হুসেন, লেখক আব্দুল খালেক রিন্টু,স্বদেশ বিদেশ পত্রিকার ব্যূরো প্রধান সেলিনা আক্তার,আরটিভি প্রতিনিধি কামরুল হাসান নাজমুল,ইল সিত্তা দিনু পত্রিকার ফটোগ্রাফার ফরিদ আহমেদ রনি, মামুন আহমেদ প্রমুখ ।