গণতন্ত্র বাধাগ্রস্ত হওয়ায় স্থানীয় সরকারকে শক্তিশালী করা যায়নি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট : দেশের গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হওয়ায় স্থানীয় সরকারকে শক্তিশালী করা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সরকারব্যবস্থা নিয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বর্তমান সরকার জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “এ বিষয়টি নিশ্চিতের মাধ্যমে স্থানীয় সরকার যেন আরো বেশি দায়িত্বশীল হয় সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।” দেশের উন্নয়নে জনপ্রতিনিধিত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন আরো কার্যকর হয় সে বিষয়ে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্যতার চক্র থেকে গ্রামের মানুষকে বের করে আনতে সরকার সব সময় সচেষ্ট বলে জানান তিনি।
তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে তার সরকার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সবক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দিচ্ছে, যা দেশের অর্থনীতিকে মজবুত করতে ভূমিকা রাখছে।