বিএনপির ১৫৪ নেতাকর্মী আদালতে

ডেস্ক রিপোর্ট : বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক জয়নুল আবদিন ফারুক-রুহুল কবির রিজভীসহ ১৫৪ নেতাকর্মীর জামিন ও রিমান্ড শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়েছে। বুধবার দুপুর তিনটার দিকে তাদের সিএমএম কোর্টে হাজির করা হয়।পুলিশ আটক নেতাকর্মীদের রিমান্ডের আবেদন করেছে। অন্যদিকে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেছেন। উভয় আবেদনের শুনানি শেষে আদেশ দেবেন বিচারক। বিএনপির নেতাকর্মীদের আদালতে হাজির উপলক্ষে আদালতপাড়ায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। অন্যদিকে আটক নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা। এদিকে আটক নেতাকর্মীদের মুক্তি না দিলে বৃহস্পতিবার ঢাকার পাঁচ উপজেলায় হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানা গেছে। গত ১১ মার্চ বিএনপির সমাবেশ থেকে ককটেল বিস্ফোরণ, পুলিশের কাজে বাধা দেয়া এবং ককটেল উদ্ধারের অভিযোগে ১৫৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানায় দুটি মামলা করা হয়