কমলগঞ্জে ব্র্যাক ওয়াশ কর্মসূচীর ইউনিয়ন এ্যাডভোকেসি ওয়ার্কসপ অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর আয়োজনে গতকাল বুধবার ২০ মার্চ বেলা ১১টায় রহিমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন এ্যাডভোকেসি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক ওয়াশ কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক সুলতানা আক্তার, উপজেলা ব্যবস্থাপক আমরুজ্জামান প্রধান, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সংগঠক শামসুল আলমের উপস্থাপনায় আলোচনায় অংশ গ্রহণ করেন ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সংগঠক আলমগীর হোসেন, জাবিদ কখত চৌধুরী, ইউপি সদস্য আব্দুল মজিদ খান, সেলিম আহমদ চৌধুরী, ডা: শহীদুল্লাহ, শিক্ষিক প্রকৃতি রানী সাহা, সাবেক ইউপি সদস্যা আমিরুন ইসলাম, প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, তারেক আহমদ, নিরঞ্জন দেবনাথ, মাখন দেবনাথ, মিজানুর রহমান জমসেদ, ওয়াতির আহমদ, সঞ্জয় কুমার দাস চৌধুরী, গুলজাহান বেগম প্রমুখ।