অহংকার দেখালেন কাজল!

‘এ মুহূর্তে বলিউডে আমার চেয়ে ভালো কোনো অভিনেত্রী নেই’—সম্প্রতি নিজের সম্পর্কে এমন মন্তব্যই করলেন বলিউডের একসময়ের জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী কাজল।
সম্প্রতি নির্মাতা ও কাছের বন্ধু করণ জোহরের সঙ্গে আলাপচারিতাকালে কাজল বলেন, ‘আমার মনে হয় না, বলিউডে এই মুহূর্তে আমার চেয়ে ভালো কোনো অভিনেত্রী আছেন। এখন বলিউডে যাঁরা অভিনয় করছেন তাঁদের কেউ আমার ধারে-কাছেও নেই।’ এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
কাজল আরও বলেন, ‘অভিনয় এমন একটি বিষয় যেখানে প্রতিনিয়ত নতুন করে অনেক কিছু শিখতে হয়। ঘষা-মাজা করে অভিনয়দক্ষতাকে শুদ্ধ করতে হয়। এজন্য অনেক সময়ের প্রয়োজন।’
‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ফানা, ‘মাই নেম ইজ খান’সহ অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন ৩৮ বছর বয়সী এ জনপ্রিয় তারকা। স্কুলে পড়ার সময় ‘বেখুদি’ ছবির মাধ্যমে ১৯৯২ সালে অভিনয়ে অভিষেক হয়েছিল কাজলের। তাঁর মা বলিউডের প্রখ্যাত অভিনেত্রী তনুজা এবং বাবা চলচ্চিত্র পরিচালক সমু মুখার্জি।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘বাজিগর’ ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে সবার নজরে আসেন কাজল। ১৯৯৯ সালে বলিউডের অভিনেতা অজয় দেবগনের সঙ্গে বিয়ে হয় তাঁর। ২০০১ সাল থেকে প্রায় পাঁচ বছর বড় পর্দায় অভিনয় থেকে বিরত থাকেন কাজল। ২০০৬ সালে ‘ফানা’ ছবি দিয়ে বলিউডে প্রত্যাবর্তন ঘটে তাঁর। তবে ঘর সংসার সামলে বলিউডে এখনও নিয়মিত হতে পারেননি তিনি।
এ প্রসঙ্গে কাজল বলেন, ‘সবাই চাইলেও, পরিবারের পেছনে অনেক সময় দিতে হয় বলে বলিউডে নিয়মিত অভিনয় করা আমার পক্ষে সম্ভব নয়। মূলত সন্তান লালন-পালনের পেছনে সময় দিতে গিয়েই বলিউডে অনিয়মিত হয়ে পড়েছি আমি। তবে ছোট পর্দায় কাজ করতে চাই আমি।’