রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে ওয়েলস আওয়ামীলীগের শোক

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃটেনের ওয়েলস আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
বুধবার যৌথ শোকবার্তায় ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমদ মকিস ও সাধারণ সম্পাদক মো: আব্দুল মালিক রাষ্ট্রপতির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, কমিউনিটি লিডার ও প্রাক্তন ছাত্রনেতা মনসুর আহমদ মকিস বলেন, “মো. জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। যিনি তার সমগ্র জীবন এ দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক মো. জিল্লুর রহমান দেশের অনেক সংকটময় মুহূর্তে তার রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতা ও প্রজ্ঞা দিয়ে জাতিকে নেতৃত্বে দিয়েছেন।”
নেতৃবৃন্দ সদ্য প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন।