রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে দৈনিক মৌলভীবাজার পরিবারের শোক

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেইলি সিলেট ডট কম এর সম্পাদকমন্ডলীর সভাপতি ও দৈনিক মৌলভীবাজার ডট কম এর সম্পাদক মনসুর আহমদ মকিস, দেনিক মৌলভীবাজার ডট কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি এ্যাড: নূরুল ইসলাম শেফুল, প্রবাসের প্রহর সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, নির্বাহী সম্পাদক সফিকুর রহমান মামুন, ডেইলি সিলেট ডট কম সম্পাদক কে এ রাহিম, নির্বাহী সম্পাদক মারুফ হাসান প্রমুখ।
পৃথক পৃথক শোকবার্তায় তারা বলেন,“রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ও প্রবীণ রাজনীতিবিদকে হারালো। ভাষা আন্দোলন স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেশের রাজনৈতিক সঙ্কট উত্তরণে তার দৃঢ় ও প্রাজ্ঞ ভূমিকা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে।“
তারা মো. জিল্লুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।