ইতালির পালেরমোতে সিলেট বিভাগ পরিষদের সম্মেলন সম্পন্ন

নাজমুল হুসেন ,মিলান থেেক : ইতালির পালেরমোর সিসিলিয়ায় বাংলাদেশী প্রবাসীদের বৃহৎ সংঘটন সিলেট বিভাগ পরিষদের সম্মেলন সম্পন্ন হয়েছে.১৮ মার্চ সোমবার রাত ৮ টায় সান্তাকিয়ারা হলরুমে অনুষ্টিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংঘটনের আহবায়ক তোফায়েল চৌধুরী। আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৈব্য রাখেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মুহিতুর রহমান চৌধুরী। সম্মেলনে কোরআন তেলাওয়াত করেন ফয়েজ আহমেদ ও গীতা পাঠ করেন বাবু নারায়ন। বক্তৈব্য রাখেন তরুণ প্রজন্মের সভাপতি এজাজ আল মাছুম,আব্দুল মুকিত,মাসুখ আহমেদ চৌধুরী, নারায়ণ দাস্। সম্মেলনে জাহিদ আহমেদ রুবেল কে সভাপতি,আবুল কালাম আজাদ কে সাধারণ সম্পাদক ও রুমান আহমেদ কে সাংঘটনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করেন মুহিতুর রহমান চৌধুরী। নবঘটিত কমিটিকে শপথ পাঠ করান সাবেক সভাপতি তোফায়েল চৌধুরী.কমিটির অন্যরা হলেন সহ সভাপতি মেহদী আহমেদ ও হেলাল বক্স,সহ সম্পাদক মুজাহিদ আহমেদ,অর্থ সম্পাদক আব্দুন নুর,দপ্তর সম্পাদক সেলিম আহমেদ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতলিব প্রমুখ।