বাংলাদেশ ক্রিকেট দলের শোক

রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রীলঙ্কায় সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে কালো ব্যাচ পড়ে খেলতে নামবেন ক্রিকেটাররা। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বিসিবির শোকবার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, ‘মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে আমরা সকলেই শোকাভিভূত। আমরাও তার পরিবারের সদস্যদের মতো সমব্যথী। তিনি কতটা ক্রিকেটানুরাগী ছিলেন তা প্রকাশ পায় আন্তর্জাতিক ম্যাচ দেখতে যাওয়া এবং বিপিএল উদ্বোধনীতে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে।’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসময় জিল্লুর রহমানের পাশে ছিলেন। রাষ্ট্রপতির মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই তিনদিন জাতীয় পতাকা ও বিসিবি পতাকা অর্ধনমিত থাকবে।
রাষ্ট্রপতির মৃত্যুতে বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান থেকেও শোক প্রকাশ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহী চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছে।