ফলোআপ : কুলাউড়া রেললাইনে নাশকতা : রেলওয়ে জংশনের ২ কর্মকর্তা বরখাস্ত : আটক ৪
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন ও বরমচাল রেল স্টেশনের মধ্যবর্তী আন ফানাই নদীর ব্রীজের কাছে গত মঙ্গলবার ভোররাতে হরতাল সমর্থনকারীরা ২০ ফুট রেললাইন উপড়ে ফেলে। এতে সিলেটমুখী আনত্ম:নগর উপবন ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যূত হওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে কুলাউড়া রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার কেফায়েত আলী ও ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী আলী আজমকে সাময়িক বরখাসত্ম করা হয়েছে। এছাড়া এ নাশকতায় জড়িত সন্দেহে মঙ্গলবার ৫ জন ও বুধবার দুপুরে জামায়াত-শিবিরের আরও ৪ জনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। আটককৃতরা হলো শফিকুল ইসলাম (২২), করিম (২৮), দেলওয়ার হোসেন (৩১) এবং ফাহিম (১৯)। উলেস্নখ্য, কুলাউড়া উপজেলার বাসিন্দা কেন্দ্রীয় বিএনপির সদস্য এডভোকেট আবেদ রাজাকে ১১ মার্চ পল্টনস্থ বিএনপি কার্যালয় থেকে আটক করে পুলিশ এবং একই উপজেলার বাসিন্দা সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি এডভোকেট এহসানুল মাহবুবকে ১৭ মার্চ ঢাকায় আটক করে র্যাব। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ ৪ জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।