মৌলভীবাজারে পুলিশের কাজে বাঁধা দেওয়ায় ২ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ, ২০১৩ ১১:৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৭২৭ বার পঠিত
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : হরতাল চলাকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভাড়াউড়া সড়কে পিকেটিং করার অভিযোগে ২ জনকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট। আটককৃতদের স্বজনরা জানান, এই দুজনকে মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল শহরের ভাড়াউড়া সড়ক থেকে আটক করে পুলিশ। আটকৃতদের উপজেলা কার্যালয়ে নিয়ে জরিমানা করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুলস্নাহ জানান, আটককৃত এমরান ও তাওহীদকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী বলেন, ঘটনাস্থলেই তাদের জরিমানা করা হয়।