কমলগঞ্জে প্রতারণাকালে ভন্ড পীরসহ ২ জন আটক
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ভন্ড পীর সেজে প্রতারণাকালে জনতার হাতে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে একটি সিএনজিযোগে একজন ভন্ড পীরসহ ৩/৪ জন প্রতারক কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার থেকে স্থানীয় রইছ উদ্দিনের স্ত্রী রম্নমা বেগমকে যাত্রী হিসেবে শমশেরনগর বাজারে যাওয়ার কথা বলে গাড়িতে তুলে। পথিমধ্যে ভন্ড পীর প্রতারণা করে নানা কৌশলে এই মহিলার কাছ থেকে ২৩০০ টাকা হাতিয়ে নেয়। সিএনজিটি উপজেলা চৌমুহনায় আসলে মহিলা চিৎকার দেন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ভন্ড পীর কমলগঞ্জ উপজেলার উত্তর রাসটিলা গ্রামের সুন্দও আলী (৫০) ও সিএনজি চালক নগর গ্রামের জাহাঙ্গীর মিয়া (২৫) কে আটক করে থানায় খবর দেয়। এ সময় সিএনজিতে থাকা অপর ৩ প্রতারক পালিয়ে যায়। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই আনজির হোসেন আটক ২ ব্যক্তিকে থানায় নিয়ে যান। বুধবার সন্ধ্যায় এ ব্যাপারে কমলগঞ্জ থানায় ৫ জনকে আসামী করে একটি প্রতারণা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ প্রতারণাকালে ভন্ড পীরসহ ২ জন আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পালিয়ে যাওয়া প্রতারকদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।