ইতালির সিজনাল ভিসায় বাদ পরল বাংলাদেশ

নাজমুল হুসেন,ইতালি মিলান থেখে…………….
ইতালিতে প্রতিবছরের ন্যায় এ বছর ও সিজনাল ভিসার আবেদন শুরু হয়েছে। প্রত্যেক বছর দক্ষিন এশিয়ার ভারত,শ্রীলংকা,পাকিস্তান ও বাংলাদেশের নাম থাখলেও এই বছর নাম তালিকা থেখে বাদ পরেছে বাংলাদেশের নাম.ব্যাপক দুর্নীতি,কাজে রিপোর্টিং না করা ও দালাল চক্রের প্রভাব বাদ পরার মূল কারণ। সুত্রে জানা যায়,প্রতিবছর এই সিজনাল ভিসায় অনেক বাংলাদেশী আসেন ইতালিতে কাজ করার জন্য.কিন্তু বাংলাদেশীরা কাজে রিপোর্টিং না করে অন্যত্র চলে যায়। সিজনাল ভিসায় বাংলাদেশীরা ইতালিতে এসে দালাল চক্রের প্রভাবে সটিক থাকতে পারে না, এছাড়া কাজের মধ্যে ও রয়েছে অনেক দুর্নীতি.ফলে এই বছরের তালিকা থেখে বাদ দেয়া হয়েছে বাংলাদেশ কে.এ বিষয়ে বাংলাদেশ দুতাবাসে যোগাযোগ করে জানতে চাইলে বলা হয় বিষয়টি ইতালি সরকারের এখতিয়ার ভুক্ত.তবে খুব শীগ্রই তারা এ বিষয়ে আরো তথ্য জানবেন বলে জানান.এ বিষয়ে বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রনালয়ে যোগাযোগ করলে জানা যায়,এই বছর সিজনাল ভিসায় বাংলাদেশ ছাড়া আবেদন করতে পারবে লবেনিয়া,বসনিয়া,আলজেরিয়া,ক্রুয়েশিয়া,মিশর,ফিলিপাইন,গাম্বিয়া,ঘানা,ভারত,কোসভো, মাসদুনিয়া,মরোক্কো,মরিশাস,সেনেগাল,সার্ভিয়া,শ্রীলংকা,মলদোভা,মনতোনগর,নিজার, নাইজেরিয়া,পাকিস্তান,ইউক্রেইন ও তিউনেশিয়া বসবাসকারী নাগরিকরা মালিকদের মাধ্যমে অনলাইন আবেদন করে ২০ মার্চ থেখে জমা শুরু হয়েছে।
এদিকে ১৯ মার্চ ইতালি সরকারের আরো একটি নোটিশে জানানো হয় উল্লেখিত দেশের বাইরে যেসব দেশের নাগরিকরা পূর্বে থেখে কৃষি ও সিজনাল ভিসায় নিয়ম অনুযায়ী ইতালিতে এসে কাজ করছেন তারা এই বছরের কোটায় আবেদন করতে পারবেন.এই তথ্য অনুযায়ী বাংলাদেশ থেখে কেও সিজনাল ভিসায় আবেদন করতে পারবেন না তবে ২০১২ সালে যারা ইতালিতে সিজনাল ভিসায় এসেছেন শুধুমাত্র তারাই এই বছর পুনরায় তাদের মালিকদের
মাধ্যমে আবেদন করতে পারবেন এবং তা গ্রহণ যোগ্য হবে বলে জানান।