বড়লেখায় শিবিরকর্মী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ, ২০১৩ ২:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৩ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় লোকমান হোসেন হত্যা মামলায় পারভেজ আহমদ (২০) নামের এক শিবির কর্মীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণভাগ এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ। সে দক্ষিণভাগ ইউনিয়নের দোহালিয়া গ্রামের আব্দুল খালিকের ছেলে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রম্নয়ারি কাঁঠালতলীতে তাওহিদী জনতার ব্যানারে শিবির-পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে লোকমান হোসেন নামের ১৪ বছরের এক কিশোর নিহত হয়। এ ঘটনায় এসআই কাওসারম্নজ্জামান বাদী হয়ে জামায়াত-শিবিরের ৩০ জনের নামসহ অজ্ঞাত ৩ হাজার জনকে আসামী করে পুলিশের কাজে বাঁধাদান ও হত্যা মামলা করেন। এ মামলায় সর্বশেষ পারভেজসহ এ পর্যনত্ম জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তদনত্মকারী কর্মকর্তা।