১৩ পদে বিএনপি-সমর্থকেরা নির্বাচিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ-সমর্থিত প্যানেল (নীল প্যানেল) নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। কার্যনির্বাহী কমিটির ১৪ পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৩ পদেই নীল প্যানেল জয়ী হয়েছে।
আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) মাত্র একটি সদস্য পদে জয়ী হয়েছে।
নীল প্যানেল থেকে এক হাজার ৬৬৯ ভোট পেয়ে এ জে মোহাম্মদ আলী সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আবদুল বাসেত মজুমদার পান এক হাজার ৩৪০ ভোট। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা ১০২ ভোট ও ইউনূস আলী আকন্দ ২৯ ভোট পান।
সম্পাদক পদে নীল প্যানেল থেকে মাহবুব উদ্দিন খোকন এক হাজার ৬৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী রবিউল আলম বুদু পান এক হাজার ৩৬৯ ভোট। সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান আবদুন নাসের ৭১ ভোট ও নজরুল ইসলাম ৩৪ ভোট পেয়েছেন।
গত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটায় নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. নূর হোসেন চৌধুরী ও সমন্বয়কারী আমিনুল হক ফলাফল ঘোষণা করেন।
সহসভাপতির দুটি পদে এ বি এম ওয়ালিউর রহমান খান ও মো. শাহজাদা, কোষাধ্যক্ষ পদে মো. রবিউল করিম, সহ-সম্পাদকের দুটি পদে এ বি এম রফিকুল হক তালুকদার ও মোহাম্মদ সাইফুর রহমান নির্বাচিত হন।
সাতটি সদস্য পদের মধ্যে একটিতে সাদা প্যানেলের হোসনে আরা বেগম নির্বাচিত হন। বাকি ছয়টিতে নির্বাচিত হন নীল প্যানেলের আঞ্জুমান-আরা বেগম, ফাতেমা খাতুন, এম মিজানুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. কামরুজ্জামান সেলিম ও মো. ওয়াহিদুজ্জামান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০১৩-১৪) ১৪টি পদে দুই প্যানেল থেকে ২৮ জন ও স্বতন্ত্র ছয়জনসহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার মোট ভোটার চার হাজার ৪৫ জন। এর মধ্যে ভোট পড়ে তিন হাজার ২০৩।