তিন দিনের শোক পালন করছে বিএনপি
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ, ২০১৩ ১১:৩৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৭০ বার পঠিত
েডস্ক িরেপার্ট : রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে প্রধান বিরোধী দল বিএনপি বৃহস্পতিবার থেকে তিন দিনের শোক পালন শুরু করেছে।
প্রয়াত রাষ্ট্রপতির প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে দলের সব ধরনের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমানের মৃত্যুতে বিএনপিও শোকে কাতর। বিএনপিও রাষ্ট্রঘোষিত তিন দিনের শোক পালন করছে।” রাষ্ট্রঘোষিত তিন দিনের শোকের সময় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখছে দলটি। সারা দেশের নেতাকর্মীরাও দলের নির্দেশ মেনে কালো ব্যাজ ধারণ করছেন।
বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান।