আমেরিকায় মেরিন ঘাঁটিতে গুলিতে নিহত ৩

আন্তর্জািতক েডস্ক : আমেরিকার কোয়ানটিকো মেরিন ঘাঁটিতে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা সবাই মেরিন সেনাসদস্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবিসি ও সিবিএস জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক রাত ১১টায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘাঁটি মুখপাত্র লে. অগাস্টিন সুলিভান জানান, সন্দেহভাজন ওই হামলাকারীর গুলিতে অপর একজন মেরিন সেনা নিহত হয়। এরপর ঘাঁটি কতৃপক্ষ তাকে অবরুদ্ধ করে ফেলে। কতৃপক্ষ তাকে লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হয়। শুক্রবার সকালে ঘাঁটির ভেতরে প্রবেশ করার পর হামলাকারীসহ অপর এক মেরিন সেনাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে এখনো নিহতদের নাম এবং পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়াও কি কারণে এ হামলা চালানো হয়েছে তা জানানো হয়নি।
হামলার পর কোয়ানটিকো ঘাঁটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সূত্র: সিবিএস, এবিসি।