‘মানুষের সৃজনশীল শক্তি বিকাশে সাহিত্য পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

সুস্থ সংস্কৃতি চর্চায় আলোকরশ্মি “আহ্বান শিল্পী গোষ্ঠী” কর্তৃক প্রকাশিত সাহিত্য পত্রিকা “উপসংহার”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারী আবদুল হামিদ মানিক বলেন-মানুষের সৃজনশীল শক্তি বিকাশে সাহিত্য পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইলেকট্রনিক মিডিয়ার দাপটের মুখেও তরুণদের সাহিত্য চর্চায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞানের উৎকর্ষতার এ যুগে তরুণদের সাহিত্য চর্চার বিকাশে জ্ঞানী-গুণীদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
গত বৃহস্পতিবার কেমুসাস মিলনায়তনে বিশিষ্ট গবেষক কবি সৈয়দ মবনু’র সভাপতিত্বে ও মিনহাজুর রহমান ফয়সলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এনামুল গণি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি মুকুল চৌধুরী, কবি শিকদার মুহাম্মদ কিবরিয়া, গল্পকার সেলিম আউয়াল, সৈয়দ মুহিবুর রহমান, সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দীপু, কবি মুহিত চৌধুরী, শিল্পী সায়্যিদ শাহীন, কবি আমিনা শহীদ চৌধুরী মান্না, আমার দেশ পাঠকমেলা সিলেট-এর সহ-সাধারণ সম্পাদক সুলায়মান আল মাহমুদ। আরো উপস্থিত ছিলেন মাজেদুল হক চৌধুরী, উপসংহার পত্রিকার সম্পাদক কবি তাসনীম যায়েদ, শামসুজ্জামান মাহবুব, জাকির ইবনে মানিক বক্ত, আবু বকর সিদ্দিক, শফিকুর রহমান, পাঞ্জেরী, আদনান, শিপু, দিনাজ প্রমুখ।