কুলাউড়ায় চা-শ্রমিকদের সমাবেশে-চীফ হুইপ

মৌলভীবাজার প্রতিনিধি : জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেছেন বর্তমান শেখ হাসিনার সরকার কৃষক ও চা শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের প্রায় ৮০ ভাগ মানুষ কৃষি কাজ করে। পাশাপাশি চা শিল্পে চা শ্রমিকরা উৎপাদনের ক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন। কৃষক ও চা শ্রমিকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তাই সরকার কৃষিতে আমুল পরিবর্তন করার লক্ষে কৃষিকাজের বিভিন্ন উপকরন সহজলভ্যে কৃষকদের দৌড়গোড়ায় পৌছাতে বাস্তবমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে। ঠিক এমনি ভাবে চা-শ্রমিকদে ভাগ্য উন্নয়নে, শ্রমিকদের ভাতা, শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ সর্বপরি কাজ করছে। বিশেষ করে চা শ্রমিকদের ছেলেমেয়েদের সুুবিধা বঞ্চিত এলাকায় স্কুল স্থাপন করছে। গত ২০ মার্চবুধবার কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানো পূজামন্ডবে কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত চা-শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল মজিদ মনুর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর পরিচালনায় অনুষ্টিত চা-শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি প্রবীন রাজনীতিবিদ মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নেছার আহমদ, কালিটি চা বাগানের সাবেক হেডক্লাক মরহুম মুলফত আহমদ এর ছেলে কালিটি চা বাগানে জন্মগ্রহনকারী বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ। চা-শ্রমিকদের পক্ষে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে স্বাগত বক্তব্য রাখেন পঞ্চায়েত সভাপতি বিশ্বজিৎ দাস। সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন, জেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমান, কুুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ, সহ সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, সহ সভাপতি আতাউর রহমন আতা, সহ-দপ্তর সম্পাদক মোঃ খালেদ পারভেজ, কুলাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুল চৌধুরী, কর্মধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস ছালাম, পৃথিমপাশা আওয়ামীলীগ নেতা সাজ্জাদ খান, জয়চন্ডি ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক লোকমান হোসেন, জেদ্দা আওয়ামীলীগের সহ সভাপতি সেলিম আহমদ, কুলাউড়া পৌর কাউন্সিলর ফজলুর রহমান ফুল প্রমুখ। চীফ হুইপ আরো বলেন বিরোধী দল দেশে নানা অপ্রপচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। হরতালের নামে নাশকতায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীসহ সবাইকে সর্তক থাকার আহবান জানান। তিনি শেখ হাসিনার হাতকে ও আওয়ামীলীগ সরকারের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান ।