শান্তিপূর্ণভাবে চলছে ১৮ দলীয় জোটের ডাকে ৪৮ ঘন্টার হরতাল

১৮ দলীয় জোটের ডাকে ৪৮ ঘন্টার হরতাল সিলেটে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। সকাল ৮টার দিকে নগরীর আম্বরখানা ও কুমারপাড়া এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। মহানগর ছাত্র শিবিরের মিছিল আম্বরখানা পয়েন্ট থেকে শুরু হয়ে দর্শণ দেউড়ী পয়েন্টে গিয়ে শেষ হয়।
সকাল সাড়ে ৮ টার দিকে মহানগর বিএনপি সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিমের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি পূর্ব জিন্দাবাজার হতে শুরু হয় এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে তারা সিটি সেন্টারের সম্মুখে অবস্থান নেন। এছাড়া, মহানগর বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম ও নাসিম হোসাইনের নেতৃত্বে তাতীপাড়া এলাকায় অপর একটি মিছিল বের হয়। এছাড়া, শাহজালাল উপশহর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদল কমীরা।
হরতালের কারণে নগরীতে সব ধরনের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নগরীর প্রধান সড়ক গুলোতে রিক্সা ও টমটম চলাচল করছে। দক্ষিণ সুরমা ও উত্তর সুরমা বাস টার্মিনাল থেকে কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
আইন শৃংখলা রক্ষায় নগরীতে প্রায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া টহল দিচ্ছে র্যাব-পুলিশ।