রাজনগরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা করলো স্বামী

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরের টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগানে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা করেছে স্বামী। স্বামীর রামদার আঘাতে নিহত ব্যক্তিটি হলো একই বাগানের শ্রমিক কমলা পাশি (৪৫)। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শনিবার রাজনগর থানায় মামলা (নং-১৪) দায়ের করেছেন। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, রাজনগর চা বাগানের শ্রীনাথ পাশির ছেলে কমলা পাশির সঙ্গে একই বাগানের সকলদীপ রবিদাশের (৪৫) স্ত্রী ২ সনত্মানের জননী লড়্গ্নী রবিদাশের (৩০) পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। লড়্গ্নী রবিদাশের স্বামী সকল রবিদাস আগে থেকেই স্ত্রীকে সন্দেহের চোখে দেখতো। এ নিয়ে তাদের মাঝে বিবাদ লেগেই থাকতো। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সকলদীপ রবিদাশ তার স্ত্রীর প্রেমিক কমলা পাশিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে সে মারাত্মক আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়ার পথে সে মারা যায়।
টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান বলেন, লড়্গ্নী রবিদাশ আমাকে জানিয়েছে, তার স্বামী সকলদীপ পাশি তাকে কিছু দিন কমলা পাশির সঙ্গে পরকীয়া রয়েছে বলে সন্দেহ করে আসছে। এ নিয়ে উভয়ের মাঝে ঝগড়া লেগেই থাকতো। নিহতের মেয়ে জানিয়েছে, হত্যার আগে তার বাবাকে সকলদীপ পাশি ডেকে নিয়ে যায়। মামলার তদনত্মকারী কর্মকর্তা এসআই আবুল হোসেন জানান, নিহতের ভাই বাদী হয়ে থানায় ২ জনের নাম উলেস্নখ করে মামলা করেছেন। তদনত্ম চলছে।