কুলাউড়ায় অটোরিক্সা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : আহত ৬
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লুয়াইউনি নামক স্থানে শুক্রবার রাতে সিএনজিচালিত অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন ৬ জন। প্রত্যড়্গদর্শী ও থানা পুলিশ সূত্র জানায়, একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ ঘটলে অটোরিক্সায় থাকা তৈয়মুন্নেছা (৫৫) নামের এক মহিলা ঘটনাস্থলে মারা যান। আহত হন সিএনজি চালকসহ ৬ যাত্রী। গুরম্নতর আহতাবস্থায় নাইম (২২) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতরা হলেন-ইদ্রিস আলী (১৭), আব্দুল কাইয়ুম (২২), রমিজ মিয়া (২০), হামজা (২২) এবং চালক রহিম (২৮)। এদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মহিলা শ্রীমঙ্গল উপজেলার রম্নপশপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিহতের লাশ ময়না তদনেত্মর জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কুলাউড়া থানা অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।