সোমবার চট্টগ্রামে জামায়াতের হরতাল

ডেস্ক রিপোর্ট : সোমবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। পুলিশের তাড়া খেয়ে ছয় তলা থেকে পড়ে আহত হওয়া জামায়াত দলীয় সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ভাগ্নে মঈনুদ্দিন হাসান মুন্না মারা যাওয়ার প্রতিবাদে এ হরতালের ডাক দেয় চট্টগ্রাম জামায়াত।শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর প্যারেড মাঠে নিহত মুন্নার জানাজা নামাজের আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেক এ হরতালের আনুষ্ঠানিক ঘোষণা দেন। শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্না। গত ১৩ মার্চ রাতে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় একটি বাসায় শাহজাহান চৌধুরীকে গ্রেফতারের জন্য অভিযান চালায় সাতকানিয়া থানা পুলিশ। এসময় মঈনুদ্দিন ছয়তলা থেকে লাফ দেন বলে পুলিশ দাবি করে। যদিও জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছিলো, পুলিশই মুন্নাকে ফেলে দেয়।