কমলগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে পাকাঘর নির্মাণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে পাকাঘর নির্ম্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী ব্যক্তি। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। ফলে যে কোন মুহুর্তে আইন শৃংখলার অবনতি হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হুমেরজান গ্রামে আবুল মিয়ার মৌরসী সম্পত্তিতে একই বাড়ির প্রভাবশালী আবিদ আলী জোরপূর্ব্বক পাকাঘর নির্ম্মান কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আবিদ আলী নির্বাহী ম্যাজিষ্ট্যাট আদালত, মৌলভীবাজার এ (থানা : কমলগঞ্জ, মৌজা : তিলকপুর, জে, এল, নং ৮৪, এস, এ, খতিয়ান নং ৮৩৬, এস, এ, দাগ নং ৩২৩৭, পরিমাণ ১৮ শতক) গত ৩০ জানুয়ারি তারিখে পিটিশন মামলা (নং ২৩/২০১৩, কমলগঞ্জ) দায়ের করেন। বিজ্ঞ আদালত ফৌজদারী কার্যবিধি আইনে ১৪৪ ধারা জারির আদেশ প্রদান করেন। আদালতের আদেশ পেয়ে গত ৪ ফেব্রুয়ারি তারিখে কমলগঞ্জ থানার এএসআই মো: রবিউল ইসলাম পিটিশন মামলা নং ২৩/১৩ইং মোতাবেক বর্ণিত তফশীল ভূমিতে উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্যাট, মৌলভীবাজার কর্তৃক ১৪৪ ধারা আদেশ জারির নোটিশ প্রদান করেন। কিন্তু আদালতের জারিকৃত ১৪৪ ধারা অমান্য করে প্রভাবশালী আবিদ আলী প্রকাশ্যে পাকা ঘর নির্ম্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। বাঁধা দিলে নানাভাবে হুমকি প্রদান করছে আবুল মিয়াকে। এ ব্যাপারে ভূমির প্রকৃত মালিক আবুল মিয়া আদালতের নির্দেশ অমান্য করে পাকা ঘর নির্ম্মাণ কাজ বন্ধ করার জন্য সমপ্রতি কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। কমলগঞ্জ থানার এসআই আকরাম হোসেন সরেজমিন তদন্ত করে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসার পরামর্শ দেন। উভয় পক্ষ থানায় আসলে আবিদ আলীকে পাকাঘর নির্ম্মাণের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন। এসআই আকরাম হোসেন আদালতের নির্দেশ অমান্য করে পাকা ঘর নির্ম্মাণের সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে আবিদ আলীর বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।