প্রয়াত রাষ্টপতির জন্য কুলাউড়ায় শোক র্যালী
মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়া সদর ইউনিয়নের শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান এর মৃত্যুতে গতকাল ২৩ মার্চ শনিবার দুপুরে শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক/ শিক্ষিকা, কর্মচারী ও অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে এক বিশাল শোক র্যালী বের করা হয়। কুলাউড়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে র্যালীটি বিদ্যালয় প্রাঙ্গনে ফিরে আসলে সেখানে এক শোক সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুমের সভপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক বাবু প্রণয় কুমার পাল, মোঃ সোহাগ মিয়া, শিশির কুমার বিশ্বাস, মাধুরী রানী গোয়ালা, প্রশান্ত কুমার পাল, রাবিয়া বেগম ও মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।