ইতালির রোমে বৃহত্তর সিলেট যুব সংঘের আত্মপ্রকাশ

নাজমুল হুসেন,মিলান থেেক : ইতালির রাজধানী রোমে বৃহত্তর সিলেট বিভাগের প্রবাসীদের বৃহত্তর সিলেট যুব সংঘ ইতালি সংঘটনের আত্মপ্রকাশ হয়েছে.গত ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় স্তানীয় তর্পিনাতারাস্থ গাজীপুর মিলনায়তনে সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংঘটনের আহবায়ক ফরহাদ উদ্দিন খান.সভায় উপস্তিত সকলের আলোচনায় ও সর্ব সম্মতিক্রমে সংঘটনের নাম সিলেট বিভাগ উন্নয়ন যুব সংগ্রাম পরিষদের পরিবর্তন করে বৃহত্তর সিলেট যুব সংঘ ইতালি নামকরণ করা হয়। সংঘটন পরিচালনার জন্য ২০১৩-২০১৪ বছরের আরমান উদ্দিন স্বপন কে সভাপতি,জায়েদুল ইসলাম মুকুল কে সাধারণ সম্পাদক ও পাপ্পু পুরকায়েস্ত কে সাংঘটনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করেন আহবায়ক ফরহাদ উদ্দিন খান। কমিটির অন্যরা হলেন সহ সভাপতি যতাক্রমে-মাহবুবুল কাদের ওয়েস,কামরুজ্জামান তাজ,এম ডি আকাশ,এ টি এম শাহাজাহান,মইনুল ইসলাম,মো ইবাদুর রহমান,কামরুজ্জামান খান,সহ সাধারণ সম্পাদক যতাক্রমে- নুরুল ইসলাম,জুনেদ আহমেদ,জলিল আহমেদ সাহেল,তাজুল ইসলাম,সহিব উদ্দিন,রনি মুল্লা,মো মহসিন আহমেদ,সহ সাংঘটনিক সম্পাদক পারভেজ আহমেদ,অর্থ সম্পাদক মো মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌরা নাথ,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো আবজাল,দপ্তর সম্পাদক মো এনামুল আহমেদ,সহ দপ্তর সম্পাদক শাহরিয়ার আহমেদ মিতুল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুজিব আহমেদ,সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ উদ্দিন,মহিলা সম্পাদিকা জেসমিন সুলতানা মীরা,সহ মহিলা সম্পাদিকা তমা চৌধুরী,আপ্পায়ন সম্পাদিকা ফাতেমা খানম,সহ আপ্পায়ন সম্পাদিকা সুমাইয়া আক্তার মিশু,আইন ও প্রশাসনিক সম্পাদক ইমরান আলী, প্রবাসী কল্যাণ সম্পাদক দেবাশীষ সেন চম্পু,সহ প্রবাসী কল্যাণ সম্পাদক লিটন দাস,ধর্ম বিষয়ক
সম্পাদক মো লোকমান আহমেদ,সহ ধর্ম বিষয়ক সম্পাদক রাজন রায়। সভায় সংঘটনের আহবায়ক ফরহাদ উদ্দিন খান কে এই সংঘটনের আজীবন সদস্য মনোনীত করা হয়.নবঘটিত এই সংঘটনের নেতৃবৃন্দ আগামীতে প্রবাসীদের সকল কে এখিবোত করে দেশ ও প্রবাসের ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।