জুড়ীতে মণিপুরী বিদ্যালয় ও ছোট ধামাই কমিউনিটি ক্লিনিক উদ্বোধন
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মণিপুরী সমপ্রদায়ের শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছে মণিপুরী স্কুল। পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই এলাকায় এই মণিপুরী স্কুলটির অবস্থান। রোববার সকাল ৯টায় এই স্কুলটি শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য শাহাব উদ্দিন। উদ্বোধন শেষে ছোট ধামাই শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্থানীয় ইউপি সদস্য চন্দ্রধন সিংহের সভাপতিত্বে ও মণিপুরী স্কুল কমিটির সভাপতি ভাগ্য সিংহের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মমর্তা সারোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, উপজেলা সমাজসেবা অফিসার অরবিন্দ সেনগুপ্ত, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক আব্দুল কাদির। এদিকে পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই এলাকায় সদ্য প্রতিষ্ঠিত ছোট ধামাই কমিউনিটি ক্লিনিকও শুভ উদ্বোধন করেন শাহাব উদ্দিন এমপি। কমিউনিটি ক্লিনিক উদ্বোধন শেষে ছোট ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক সভাপতি রণজিৎ কুমার সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মমর্তা সারোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, উপজেলা সমাজসেবা অফিসার অরবিন্দ সেনগুপ্ত, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ।
প্রসঙ্গত, ছোট ধামাই কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য ওই এলাকার বাসিন্দা বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট সুরচন্দ্র সিনহা ৮ শতক জায়গা দান করেন।