রাজনগর চা বাগানে চা পাতা চয়ন শুরু

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বর্নাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের রাজনগর চা বাগানে চা পাতা চয়ন শুরু হয়েছে। রোববার সকাল ১০ টায় চা পাতা উত্তোলন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের বিশিষ্ট টি পস্নান্টার বরেণ্য শিল্পপতি দানবীর রাগীব আলী। নতুন বছরের প্রথম চা পাতা চয়নের সময় অন্যরকম এক বৈচিত্র্যময় আবহ তৈরি হয় প্রকৃতির অপার সৌন্দর্য্যে ভরপুর রাজনগর চা বাগান এলাকায়। সর্বসত্মরের বিপুল মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবনত্ম এবং বর্ণিল করে তুলে। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক সম্পাদক আব্দুল হাই টিপু। নতুন বছরের চা পাতা চয়ন উপলক্ষে ঐতিহ্যের ধারাবাহিকতায় দিনব্যাপী বাদ্য যন্ত্র বাজিয়ে নানা অনুষ্ঠান, রঙ খেলা, ঝুমুর নাচ ইত্যাদি থাকলেও সংগত কারণে কর্মসূচি স্থগিত করা হয়। চা পাতা উত্তোলন কার্যক্রমের উদ্বোধনকালে দানবীর রাগীব আলী তার বক্তব্যে বলেন, শ্রমিকদের আনত্মরিকতা বাগানের উন্নয়নের অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে পারে। শ্রমিকদের ঘিরে বাগানের উন্নয়ন বাগানের ভবিষ্যৎ। তিনি বলেন, বাগানের প্রতি ভালোবাসা সুন্দর চা গাছ তৈরির পথকে আরো সুন্দর করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বাগানের চা বিশ্ববাজারে সুনাম অর্জন করেছে। দেশের অর্থনীতির চাকাকে করেছে গতিশীল। সুনাম অর্জন করেছে পৃথিবীর বিভিন্ন দেশে। পুরো অনুষ্ঠানে উপস্থিত সকলেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহিয়সী নারী দানবীর রাগীব আলীর সহধর্মিণী বেগম রাবেয়া খাতুন চৌধুরীকে। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলামিস্ট আফতাব চৌধুরী, রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, ন্যাশনাল ব্যাংকের সিলেট বিভাগীয় প্রধান ও রাজনগর চা বাগানের ম্যানেজার শফিকুল ইসলাম, বাগান এসোসিয়েশনের লংলা ভ্যালী প্রতিনিধি সাঈদ মিয়াসহ বাগান পঞ্চায়েতের বর্তমান এবং সাবেক সদস্যগণ।