৪৮ ঘণ্টা নয়, হরতাল চলবে ৩৬ ঘণ্টা
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ, ২০১৩ ১১:০৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৬৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল টানা ৪৮ ঘণ্টা নয়, ৩৬ ঘণ্টা। সোমবার সকাল থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৩৬ ঘণ্টা এ হরতাল কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সাংবাদিকদের এ কথা জানান সালাহউদ্দিন আহমেদ। গত ১১ মার্চ দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের তল্লাশি এবং যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ১৮ ও ১৯ মার্চ টানা দু’দিন হরতাল কর্মসূচি ঘোষণা করে বিরোধীদলীয় জোট।