টর্নেডো বিধস্ত এলাকা পরিদর্শন করলেন এরশাদ
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ, ২০১৩ ১২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৬২৩ বার পঠিত
ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলায় টর্নেডো বিধস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি হেলিকপ্টারযোগে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা ফুটবল মাঠে অবতরণ করেন এবং টর্নেডোতে মারাত্মক ক্ষতিগ্রস্থ চান্দিগ্রাম, জারুনতলা ও আহমদাবাদের আখাউড়া পরিদর্শন করেন। এসময় এরশাদ ক্ষতিগ্রস্থ লোকজনের মধ্যে কিছু শাড়ি-লুঙ্গি এবং শুকনা খাবার বিতরণ করেন।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আখতার এসময় উপস্থিত ছিলেন