মিলানের ভারেজে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুল হুসেন ,মিলান থেেক : ইতালির মিলানের ভারেজে বাংলাদেশ আওয়ামিলিগ ভারেজ শাখার উদ্ধোগে বাংলাদেশের ২৮ তম মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে.
২৪ মার্চ রবিবার সকাল ১১ টায় ভারেজর স্তানীয় একটি রেস্টুরেন্টে দোয়া মাহফিল পুর্ববর্তী আলোচনা সভায় বক্তারা বলেছেন আলহাজ্ব জিললুর রহমান ছিলেন এক মহান ব্যাক্তি। তিনি ছিলেন প্রজ্ঞাবান রাজনীতিবিদ এবং বিনয়ী
চরিত্রের অধিকারী এক অসাধারণ মানুষ। আর তাই তিনি মৃত্যুর পর দল-মত নির্বিশেষে রাজনীতিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক-সাহিত্যিকসহ দেশের সাধারণ মানুষের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসায় অভিসিক্ত হয়েছেন। বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনা করে বলেন, তাঁর মতো গুণী মানুষ আমাদের দেশে যত বেশী জন্মাবে দেশ তত এগিয়ে যাবে। বাংলাদেশ আওয়ামিলিগ ভারেজ শাখার সভাপতি এনায়েত হুসেন রিপন মুল্লার সভাপতিত্বে,সাধারণ
সম্পাদক ফিরুজ গাজীর পরিচালনায় সভায় আলোচনা করেন সুলতান শিকদার,টিপু ফরাজী,মিলান আওয়ামীলীগের শাহাদাত হুসেন সাহা,নুর মো মালেক,মহসিন কামাল মিলন,আকরাম হুসেন,হারিছ চৌধুরী,আবুল কাশেম,রায়হান মুল্লা,সিরাজ খালাসী,মো হানিফ শেখ,সিরাজুল ইসলাম,মামুন আহমেদ, নাজমুল কবির জামান প্রমুখ।