ময়মনসিংহে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৫
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ, ২০১৩ ১১:২৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৪১ বার পঠিত
ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের নান্দাইলে বাস-পিকআপের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২০ জন। সোমবার দুপুর দেড়টার দিকে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাসহাটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত পাঁচজনই বাসের যাত্রী বলে জানা গেছে। এদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বাসটি একটি গার্মেন্টের কর্মী নিয়ে যাচ্ছিল। পিকআপের সঙ্গে সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে।