সুনামগঞ্জের শাল্লায় দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ৩০

সুনামগঞ্জ সঙবাদদাতা : সুনামগঞ্জের শাল্লা উপজেলার চকুয়ায় উন্নয়ন ফান্ডের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ৯টায় শাল্লা উপজেলার ২নং হাবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের পূর্ব মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চাকুয়া গ্রামের সুনীল মেম্বার ও জ্যোতিষ তালুকদারের মধ্যে গ্রামের উন্নয়ন ফান্ডের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সুনীল মেম্বারের লোকজন সকালে দেশীয় অন্ত্র নিয়ে জ্যোতিষ তালুকদারের লোকজনের বাড়িতে হামলা করলে তুমুল সংঘর্ষ বাধে। এসময় উভয়পক্ষের ৩৫ জন আহত হয়। এদের মধ্যে স্বপন দাস ও বিধান দাসের অবস্থা আশংঙ্কাজনক। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় পর পরিস্থিতি শান্ত রয়েছে।