স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাজানো হয় বিউগলের করুণ সুর। দিবসের প্রথম প্রহরে পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, জেলা পুলিশ সুপার, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সমাজিক এবঙ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বিএনপির ভাইস প্রেসিডেন্ট শমসের মুবিন চৌধুরী বীরক্রিম, সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল প্রমুখ।
এদিকে বিিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে সাঙস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি।