ফ্রান্সে মুক্ত আলোচনা : বাংলাদেশের মানবাধিকার রক্ষায় জাতির সংঘের হস্তক্ষেপ !

সৈয়দ সাহিল ফ্রান্স থেকে : গত রবি বার ফ্রান্সের প্যারিসে ফোরাম ফর দি ডেমোক্রেসী এন্ড হিউম্যান রাইটস এর উদ্দ্যোগে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় । এই সময় বক্তারা বাংলাদেশের মানবাধিকার রক্ষায় জাতি সংঘের হস্তক্ষেপ কামনা করেন । বর্তমান ক্ষমতাসীন সরকার দেশে ত্রাসের রাজত্ত কায়েম করছে । তারা জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে । সারা দেশে পাখির মত মানূষ হত্যা করা হচ্ছে । আর এরকম মানুষ হত্যা কোন সভ্য দেশে নেই । দেশে গনতন্ত্রকে গলা টেপে হত্যা করা হচ্ছে । সর্বত্র ফেসিবাদী আচরনের বহিঃ প্রকাশ ঘটেছে । দেশে এখন মানুষের নিরাপত্তা নেই। বিশ্বের দরবারে বাংলাদেশ অস্থিতিশীল রাষ্ঠ্র হিসেবে চিন্তিত হয়েছে । মানবাধিকার সংগঠন ফোরাম ফর দি ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মোহাম্মদ আল আমীনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংাদিক মাহবুব হোসাইন এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি,বাংলাদেশ ফেডারেশনের চেয়ারম্যান ডঃ আব্দুল মালীক,ব্যারষ্ঠিার মিজানুর রহমান,লেখক ও সাংবাদিক সোহাইল আহমেদ,বিএনপির নেতা এম এ তাহের,জিয়া পরিষদের ফ্রান্স সভাপতি খাঁন ইকবাল চৌধুরী,বিএনপি নেতা আবুল কালাম ফরাজী,জুনায়েদ আহমদ,মিজানুর রহমান, এডঃ জয়নাল আবেদীন,আব্দুল কাইয়ুম,বিএনপি নেত্রী মমতাজ আলো,মোঃ নজরুল ইসলাম,আব্দুল কাইয়ুম সরকার হাবিবিয়া কাওচার,আব্দুল মালেক,এডঃ আব্দুল্লাহ আল মামুন,মোঃ কামাল উদ্দিন,সাংাদিক সৈয়দ সাহিল প্রমুখ ।