কুলাউড়ায় চেয়ারম্যান, মেম্বার, সচিবদের প্রশিক্ষনের উদ্বোধন
কুলাউড়া প্রতিনিধি : সিলেট বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম বলেছেন স্থানীয়ভাবে অবকাঠামো ও আইনশৃংখলার উন্নয়ন সাধন হলে দেশের সার্বিক উন্নতি সাধিত হবে। তিনি সিলেট বিভাগে এলজিএসপি-২ প্রকল্পের কাজের প্রশংসা করে প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের প্রশিক্ষনের অভিজ্ঞতাকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাজে লাগিয়ে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। গতকাল ২৫ মার্চ সোমবার কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজিত এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যান, মেম্বার, সচিবদের ৪ দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) হাসিনা ইসলাম এর পরিচালনায অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, প্রশিক্ষনার্থী মেম্বার আব্দুল মুমিন ও রোজিনা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয কমিশনারের একান্ত সচিব মাসুম বিল্যাহ, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আশিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম ও তানিয়া আক্তার লিমা, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম নেওয়াজ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ প্রমুখ।