কুলাউড়ায় হযরত ছাতাপীর (রঃ) ১২তম ঈছালে ছওয়াব মাহফিল সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি : প্রখ্যাত ওলিয়ে কামিল হযরত মনছব আলী ছাতা পীর (রঃ) এর ১২ তম ঈসালে ছওয়াব মাহফিল ও ছাতাপীর (রঃ) জীবন ও কর্ম শীর্ষক গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান ছাতাপীর স্মৃতি পরিষদের আয়োজনে গত ২১ মার্চ ছাতাপীর (রঃ) মাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। শাহ সুফি দরবেশ আলী গৌড়করণীর সভাপতিত্বে ও মাওঃ নাজিম উদ্দিন ও স্মৃতি পরিষদের অফিস সম্পাদক মাওঃ সাইদুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বয়ান পেশ করেন মাওঃ আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথির বয়ান পেশ করেন দারুন্নাজাত মাদ্রাসা ঢাকা এর মুহাদ্দিস মাওঃ বদরুজ্জামান রিয়াদ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদী মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ বশির আহমদ, কুলাউড়া রেলওয়ে জামেদ মসজিদের খতিব মাওঃ আবু আইয়ুব আনছারী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বাদশা, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওঃ সামছুল ইসলাম, ছাতাপীর (রঃ) স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, সহ সভাপতি শওকতুল ইসলাম শিপলু, সম্পাদক হেলাল আহমদ, যুগ্ম সম্পাদক তারেক হাসান, অর্থ সম্পাদক লুৎফুর রহমান জায়েদ সহ স্মৃতি পরিষদের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন ফুলতলী। উল্লেখ্য, বাদ আসর শিরণী বিতরণ করা হয়।