ক্যান্সারের মতো ছড়িয়েছে দুর্নীতি: দুদক

ডেস্ক রিপোর্ট : সরকারি ও বেসরকারি খাতসহ দেশের প্রতিটি স্থানে দুর্নীতি ক্যান্সারের মতো ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।
মঙ্গলবার দুদক সদর দপ্তরের মিডিয়া সেন্টারে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্বোধন শেষে তিনি এমন মন্তব্য করেন তিনি। মঙ্গলবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ সারাদেশে পালিত হবে ১ এপ্রিল পর্যন্ত। এবারের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রতিপাদ্য ‘জনতার শক্তি, রুখবে দুর্নীতি’।গোলাম রহমান বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে সবার মাঝে সচেতনতা প্রয়োজন। এজন্য দুদক কাজ করে যাচ্ছে। দেশের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ করা কমিশনের একার পক্ষে সম্ভব নয়।’
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য তরুণ প্রজন্মের মধ্যে সততা, ন্যায়নিষ্ঠা ও দেশপ্রেমের উন্মেষ ঘটানোর চেষ্টা করছে দুদক।’
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুদক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এছাড়া দুদক মিডিয়া সেন্টারে দুর্নীতি বিরোধী বিভিন্ন অলোকচিত্র, পোস্টার ও কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়।