রাজধানীতে ৬ টি গাড়িতে আগুন

ডেস্ক রিপোর্ট : ১৮ দলীয় জোটের বুধ ও বৃহস্পতিবারের টানা ৩৬ ঘণ্টা হরতাল ঘিরে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে উত্তাপ ছড়িয়ে পড়েছে। সাইন্সল্যাব, খামারবাড়ী, নিউ মার্কেট, সেগুনবাগিচা ও মিরপুরে মোট ছয়টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কলাবাগানে দুটি ককটেল বিস্ফোরিত হয়।সাইন্সল্যাব: বেলা সোয়া ১১টার দিকে সাইন্সল্যাব মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইন্সল্যাব মোড়ের ওভারব্রিজের অদূরে সকাল সোয়া ১১টায় দিকে সুমাইয়া পরিবহণ (ঢাকা মেট্রো-ঝ-১৭-১১১৯৮০) নামের একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে যাত্রীরা দ্রুত নেমে পড়েন। ফলে কেউ আহত হননি। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খামারবাড়ী: রাজধানীর খামারবাড়ি এলাকায় দুপুর সোয়া দুইটার দিকে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।
নিউ মার্কেট: নিউমার্কেট এলাকায় বেলা পৌনে তিনটার দিকে একটি ট্যাক্সিক্যাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশীর দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সেগুবাগিচা: বিকেল সাড়ে তিনটার দিকে সেগুনবাগিচায় চট্টগ্রাম হোটেলের সামনে একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।
মিরপুর: বিকেল সোয়া পাঁচটার দিকে মিরপুর-১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে দুটি বাসে আগুন দেয় দুর্বত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনেন।
কলাবাগানে ককটেল বিস্ফোরণ: এদিকে কলাবাগানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সর্মথকরা। অন্যদিকে হরতালের সমর্থনে রাজধানীর ফকিরাপুলে মিছিলের চেষ্টা করা হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে মিছিল ভঙ্গ করে দেয়।
বুধ-বৃহস্পতিবার টানা ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। নেতাকর্মীদের রিমান্ডে নেয়ার প্রতিবাদ ও তাদের মুক্তি, গণহত্যা বন্ধ, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল ইত্যাদি ইস্যুতে এ হরতাল ডাকা হয়েছে।