কাল থেকে সুনামগঞ্জে শুরু হচ্ছে লোক উৎসব
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ, ২০১৩ ৭:৪৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৮৮ বার পঠিত
সুনামগঞ্জ সঙবাদদাতা: রাধারমন দত্ত, হাছনরাজা, শাহ আবদুল করিম স্মরণে আগামী কাল ২৮ মার্চ বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জে শুরু হচ্ছে তিন দিন ব্যাপি লোক উৎসব। শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিন ব্যাপি এ লোক উৎসবের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রনালয়, পৃষ্টপোষকতায় রয়েছে বেসরকারি মোবাইল ফোন কোম্পানী গ্রামীণ ফোন।
বুধবার দুপুরে লোক উৎসব সার্থক করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী জানান, প্রথম দিন রাধারমন দত্ত, দ্বিতীয় দিন হাছনরাজা, তৃতীয় দিন শাহ আবদুল করিম স্মরণে আলোচনা সভা, জীবনী পাঠ ও তাদের রচিত গান পরিবেশন হবে।